সিএনজি চালকদের ধর্মঘট: মিটারভিত্তিক ভাড়ায় চলার সিদ্ধান্তের প্রতিবাদ

হ-বাংলা নিউজ: ঢাকা শহরে চলা সিএনজি অটোরিকশাগুলোকে মিটার অনুযায়ী ভাড়া গ্রহণের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের পর তা না মেনে ধর্মঘটের ডাক দিয়েছেন সিএনজি চালকরা।

রোববার সিএনজি চালকরা ধর্মঘটের ঘোষণা দিয়ে রাজধানীর রামপুরা ও রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনে অবস্থান নিয়েছেন। বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়েছে।

এদিকে, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার সড়কে সিএনজি অটোরিকশার সংখ্যা খুবই কম ছিল। সড়কে যাত্রীবাহী বাসের সংকটের মধ্যে নতুন করে সিএনজি চালকদের ধর্মঘটে নগরবাসী দুর্ভোগে পড়েছেন।

ধর্মঘটের মাধ্যমে সিএনজি চালকরা বেশ কিছু দাবি জানিয়েছেন। তাদের দাবি গুলো হলো:

  • সিএনজি অটোরিকশায় মিটার অনুযায়ী প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের জন্য চালকের ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং বিআরটিএ কর্তৃক দেওয়া নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার করা হোক।
  • সড়ক পরিবহন আইন, ২০১৮ থেকে শ্রমিক স্বার্থবিরোধী অযৌক্তিক ধারাগুলো বাতিল বা সংস্কার করা হোক।
  • বিআরটিএ-তে কিছু প্রভাবশালী ব্যক্তির অবৈধ কার্যক্রম এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
  • ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের ১৩ দফা দাবি মেনে নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *