বহুমাত্রিক জীবনানন্দ” গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান কাভারেজের জন্য সাংবাদিক প্রেরণের অনুরোধ

হ-বাংলা নিউজ: 

মাননীয়,  
আশা করি আপনি সুস্থ ও ভালো আছেন। বাংলা সাহিত্যের অমর কবি *জীবনানন্দ দাসের জন্মবার্ষিকী* উপলক্ষে *এ. কে. এম. রেজাউল করিম* রচিত গবেষণামূলক গ্রন্থ *”বহুমাত্রিক জীবনানন্দ”*-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।  

এই বিশেষ সাহিত্যিক অনুষ্ঠানের সংবাদ কাভারেজের জন্য আপনার গণমাধ্যমের পক্ষ থেকে একজন প্রতিবেদক / ক্যামেরা টিম প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।  

*অনুষ্ঠানের বিস্তারিত:*  
*তারিখ:* ১৭ ফেব্রুয়ারি ২০২৫  
*সময়:* বিকাল ৪টা  
*স্থান:* গ্রন্থ উন্মোচন মঞ্চ, সোহরাওয়ার্দী উদ্যান  

অনুষ্ঠানে দেশবরেণ্য সাহিত্যিক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এবং কবি জীবনানন্দ দাসের সাহিত্য ও চিন্তার বহুমাত্রিক দিক নিয়ে আলোচনা করবেন।  

আপনার সহযোগিতা ও সংবাদ প্রচারের মাধ্যমে এই গবেষণাধর্মী কর্ম আরও বৃহত্তর পরিসরে পাঠক ও দর্শকের কাছে পৌঁছাবে। অনুগ্রহ করে আপনার টিম প্রেরণের বিষয়ে আমাদের অবহিত করবেন।  

আপনার আন্তরিক সহযোগিতার জন্য আগাম কৃতজ্ঞতা প্রকাশ করছি।  

ধন্যবাদান্তে,
দীপান্ত রায়হান  
প্রচার সম্পাদক  
জীবনানন্দ দাশ গবেষণা কেন্দ্র  
প্রকাশক, দশমিক  

একুশের বই মেলা ষ্টল নম্বর – ২৬৫
মুঠোফোন: +8801617062643

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *