হলিউড বাংলা নিউজঃ বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। নিজ দলের জয় কামনা করে সকলে মিলে টিভির সামনে ধুরু ধুরু বুকে বসে খেলা দেখা, নিজ দলের জয়ে উল্লাসে ফেটে পড়া, আর খেলার বিরতিতে একটু আড্ডা বাংলাদেশ এগুলো এই সময়ের নিত্য নৈমিত্যিক ঘটনা।
এদিকে ক্যালিফোর্নিয়ার বাংলাদেশী প্রবাসীরা শত ব্যস্ততার মাঝেও এই সুযোগ হাত ছাড়া করতে রাজি নয়। তাইতো তাড়াও একত্রে জড়ো হয়ে এর কিছুটা আস্বাদন নিতে আয়োজন করেছে একত্রে খেলা দেখার বিরাট আয়োজন। সিটি অব আর্টেশিয়ার লিটল ঢাকা রেস্টুরেন্টে প্রতিদিন চলে এই আয়োজন। আশে পাশের সব বাংলাদেশীরা প্রতিদিন ভিড় জমান খেলা দেখতে। আনন্দ আড্ডায় মেতে উঠেন খেলা দেখার সময়। বিভিন্ন রকমে খাবারের আয়োজন থাকে ওখানে। কমিউনিটির বিশিষ্টজন রেজাউল করিম রেজা, মামুন,তসলিম, টিটু, হক, সুমন, হীরা, সাইদ আবেদ নিপু আমাদের জানিয়েছেন, ফাইনাল খেলা পর্যন্ত চলবে এই আয়োজন। আশেপাশের এলাকার সমস্ত বাংলাদেশীদের লিটল ঢাকা রেস্টুরেন্টের এই আয়োজনে অংশগ্রহনের আমন্ত্রন জানিয়েছেন তারা।
