হলিউড বাংলা নিউজঃ ১৯ শে নভেম্বর, ২০২২ এ অনুষ্ঠিত হলো আমেরিকান এসোসিয়েশন অফ বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস (AABEA) এর বাংলাদেশ থেকে আগত ছাত্র ছাত্রীদের জন্য প্রদত্ত প্রথম স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড (UCR) এর উইনস্টন চাং (Winston Chung) হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস এঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের সন্মানীত কনসাল জেনারেল সামিয়া আনজুম।

উল্লেখ্য যে AABEA Southern California Chapter বাংলাদেশ থেকে আগত UCR এ ছাত্র ছাত্রীদের মধ্যে দুটি বৃত্তি প্রবর্তণ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল সামিয়া আনজুম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়নের কথা তুলে ধরে প্রাতিষ্ঠানিক গবেষণার উপর মাননীয় প্রধানমন্ত্রী যে সর্বোচ্চ গুরুপ্ত আরোপ করেছেন সে কথা উল্লেখ করেন।
জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশের সাথে যুক্ত গবেষণার জন্য জলবায়ুর উপরে গবেষণার জন্য বিশ্ব বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়কে তিঁনি আহ্বান জানান।
অনুষ্ঠানে UCR এর Bourns College of Engineering এর ডিন প্রফেসর ক্রিস্টোফার লিঞ্চ AABEA প্রদত্ত এই বৃত্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন এবং বাংলাদেশের গবেষণা উন্নয়নে সর্ব্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
AABEA এর পক্ষ থেকে বক্তব্য রাখেন বর্তমান কমিটির শিক্ষা বিষয়ক সমন্বয়কারী জেবুন্নেসা তারেক, সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ, সভাপতি শহীদ আলম, আগামী কমিটির সভাপতি মোহাম্মদ রইস এবং Loyola Marymount বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট ডিন প্রফেসর নাজমুল উলা।

অনুষ্ঠানের শুরুতে অ্যাসিস্ট্যান্ট ডিন জেড সোয়াইডেমান UCR এ অধ্যায়নরত ৪৩ জন বাংলাদেশী শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন এবং শেষে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নরত তৌহিদ বিন আনোয়ার এবং মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম বর্ষের ছাত্র শান্ত পলকে বৃত্তি প্রদান করা হয়।
সবশেষে AABEA এর পক্ষ থেকে সভাপতি শহীদ আলম ডিন ক্রিস্টোফার লিঞ্চের উপস্থিতিতে সন্মানীত কনসাল জেনারেলকে প্লাক উপহার দেন।
অনুষ্ঠানে AABEA এর সংবিধান প্রণেতা এবং সভাপতি মোখলেস ভূঁইয়া, প্রথম সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদ্য নির্বাচিত সভাপতি শেখ মঈনুদ্দিন সহ উল্লেখজনক সংখক সদস্য উপস্থিত ছিলেন।
