সড়কে নিরাপত্তা নিশ্চিতে অননুমোদিত স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চেয়ে রিট দায়ের

হ-বাংলা নিউজ: সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে অননুমোদিত স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চেয়ে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন। রিটে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের অংশ হিসেবে উল্লেখ করা হয়, ‘নিবন্ধন নিয়ে স্লিপার-দ্বিতলা বাস চলাচল করছে’, ‘বিআরটিএ বলছে ‘অবৈধ’’, ‘অনুমতি ছাড়াই চলছে স্লিপার বাস’, ‘চেসিস বিক্রির আগে ম্যানেজ হয় নম্বরপ্লেট!’ এবং ‘অনুমোদন ছাড়াই চলছে তিন শতাধিক স্লিপার বাস’ শিরোনামে সংবাদ প্রতিবেদন যুক্ত করা হয়েছে।

আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান জানান, তথ্য অধিকার আইনের আওতায় বিআরটিএ কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হলে তারা জানায়, ভারত থেকে আমদানি করা চেসিসের ওপর নির্মিত স্লিপার বাসগুলোর চলাচলে কোনো অনুমতি দেয়া হয়নি। এছাড়া, বিআরটিএ কর্তৃপক্ষ এই বাসগুলো চলাচলে কোনো অনুমতি দেয়নি। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে অননুমোদিত স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *