হ-বাংলা নিউজ:
জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার এবং তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার, দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ এসব মামলা দায়ের করা হয়।
দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খায়রুল হাসান বাদী হয়ে কবীর বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এদিকে, আবদুস শহীদের স্ত্রী উম্মে কুলসুমের বিরুদ্ধে প্রাথমিকভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তার নামে-বেনামে আরও সম্পদ থাকার সন্দেহে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব তথ্য দুদক সূত্রে জানা গেছে।
এজাহারে বলা হয়েছে, আসামি আবদুস শহীদ ৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ৫৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। তিনি নিজে এবং তার প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যাংকে পরিচালিত ১৮টি হিসাবে মোট ২৬ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ৩৯৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব লেনদেনের মাধ্যমে টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অন্যদিকে, আরেকটি মামলার এজাহারে বলা হয়েছে, কবীর বিন আনোয়ারের নামে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তার স্ত্রী তৌফিকা আহমেদের ৪ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া, তাদের ১৫টি ব্যাংক হিসাবে ২৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
