জুলাই বিপ্লবে আহত ১৮ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবি

হ-বাংলা নিউজ:

জুলাই বিপ্লবের আহত ১৮ জন সদস্যকে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। তিনি জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি একটি নতুন বাংলাদেশের পথ খুঁজে পেয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ বিনির্মাণে বিজিবি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের শুরু থেকেই বিজিবি স্ব-উদ্যোগে বর্ডার গার্ড হাসপাতালে আন্দোলনে আহত প্রায় অর্ধশত ব্যক্তিকে চিকিৎসা প্রদান করেছে।

এর আগে, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহযোদ্ধা হিসেবে আহতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জনকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেন।

৮ ডিসেম্বর, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতজন আহত ব্যক্তিকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করে পুনর্বাসন কার্যক্রম শুরু করেন। এর পর, বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন, সেক্টর ও রিজিয়নের তত্ত্বাবধানে সারা দেশে আহতদের পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়। রোববার ১৮ জন আহত সদস্যকে সহায়তা প্রদান করার মাধ্যমে বিজিবির প্রতিশ্রুত ১০০ জন আহত ব্যক্তির পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *