হ-বাংলা নিউজ:
বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা আগের মতো দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করা না হলে, সারা দেশে চিকিৎসা শাটডাউন কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন চিকিৎসকরা। রোববার বিকালে সচিবালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই হুমকি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ (ইউমব)-এর চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইন, বাংলাদেশ মেডিকেল কমিউনিটির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. রায়হান আসাদ, ভয়েস অব ডক্টরসের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মিনহাজুল আবেদীন, চিকিৎসক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মো. মঈন উদ্দিন চিশতি প্রমুখ।
তারা বলেন, “আমরা এরই মধ্যে সব ধরনের টেবিলওয়ার্ক সম্পন্ন করেছি। আমরা চেয়েছিলাম, টেবিলেই বিষয়টি সমাধান হয়ে যাক। কিন্তু গত এক মাস ধরে টেবিল থেকে টেবিলে ঘুরে আমরা সমস্যার কোনো কার্যকর সমাধান দেখিনি। তাই বাধ্য হয়ে রাজপথে নেমে বয়স বৃদ্ধির সমাধান আদায় করতে চাই।”
চিকিৎসকরা জানান, ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর উল্লেখ করা হয়েছে। তবে, অন্যান্য বিসিএস পরীক্ষার মতো যেখানে স্নাতক শেষ করতে ন্যূনতম ৪ বছর সময় লাগে, সেখানে একজন চিকিৎসকের এমবিবিএস/বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে প্রায় ৭৮ মাস বা সাড়ে ৬ বছর সময় প্রয়োজন। অতএব, পূর্ববর্তী সব বিসিএস পরীক্ষায় যেখানে চিকিৎসকদের বয়সসীমা ৩০ বছর ছিল, সেখানে সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে চিকিৎসকদের জন্য বয়সসীমা বাড়ানো হয়নি, যা তাদের জন্য অসম্পূর্ণ ও অবিচারমূলক মনে হচ্ছে।
