হ-বাংলা নিউজ:
নেইমারের চোটের বিষয়টি কখনোই শেষ হচ্ছে না, এমনটাই মনে হচ্ছে। পিএসজি ছাড়ার পর থেকেই চোটে আক্রান্ত এই ব্রাজিলিয়ান তারকা, এবং সৌদি প্রো লিগে আল হিলালে যোগ দেওয়ার পরেও সেই চোট তাকে ত্যাগ করেনি। এখনও পর্যন্ত সৌদি লিগে কত মিনিট খেলেছেন, তা গুনে দেখলেই হবে। যখন খেলা হচ্ছে না, তখন ফর্ম নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক!
ব্রাজিলিয়ান তারকার শারীরিক পরিস্থিতি নিয়ে নানা গুঞ্জন চলছে। ২০২৩ সালে ফ্রান্স ছেড়ে সৌদি আরবে এলেও, এখনও বেঞ্চে বসে আছেন তিনি। আল হিলালের কোচ জর্জ জেসুস সম্প্রতি প্রকাশ্যে বলেছেন, নেইমার সৌদি লিগে খেলার উপযুক্ত নন।
নেইমার সৌদি আরবে আসার আগে থেকেই চোটে ভুগছিলেন। চোটের প্রকোপ এতটাই ছিল যে, সুস্থ হওয়ার পরেও পরবর্তী কয়েকদিনে পুনরায় চোট বাড়তে থাকত। দীর্ঘ পুনর্বাসনের পর ২০২৩ সালের নভেম্বরে আবারও চোট পান। ওই বছর তিনি মাত্র দুটি ম্যাচে খেলেছেন, মোট খেলেছেন ৪২ মিনিট। এমন পরিস্থিতিতে, শোনা যাচ্ছে যে, আল হিলাল তার সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না, এবং মৌসুম শেষে নতুন ক্লাবে দেখা যেতে পারে নেইমারকে।
আল হিলালের কোচ জর্জ জেসুস তার ভবিষ্যৎ নিয়ে জানান, ‘‘আমি নেইমারের ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি না, তবে সৌদি প্রো লিগ বর্তমানে বিশ্বের অন্যতম সেরা লিগ। এমন একটি লিগে খেলার জন্য নেইমার এই মুহূর্তে উপযুক্ত অবস্থানে নেই।’’
নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘‘নেইমার আসলে এই লেভেলে খেলার যোগ্যতা হারিয়েছেন। যখন আমি দল গঠন করছিলাম, তখন তাকে এবং আলেকসান্ডার মিত্রোভিচকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করেছিলাম। কিন্তু নেইমার তখনই চোটে পড়ে। সে গত ১৪-১৫ মাস মাঠের বাইরে। এখন সে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।’’ তিনি আরও জানান, ‘‘নেইমারের চুক্তি এখনও রয়েছে, কিন্তু তাকে ধরে রাখা হয়নি। জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত দলবদল চলবে, তাই আমি এখন কিছুই নিশ্চিত করে বলতে চাই না।’’
এতটুকু থেকেই পরিষ্কার যে, নেইমারের দিন হয়তো আর আল হিলালে শেষ। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে, নতুন ঠিকানা হতে পারে শিকাগো ফায়ার। তবে, সবকিছু সময়ের ওপর নির্ভর করছে। এখন দেখা যেতে পারে, ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে আসা নেইমার আবার আমেরিকায় ফিরে যান, নাকি ব্রাজিলে ফিরে যান!