গত মাসে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কেনার পর এ প্ল্যাটফর্মে বেশ কিছু পরিবর্তন এনেছেন তিনি। এর পেছনে তিনি রাতদিন খাটছেন বলেও দাবি করেছেন। কিন্তু গতকাল বুধবার ডেলাওয়ারের একটি আদালতে হাজির হয়ে তিনি বলেছেন, টুইটারে নতুন নেতৃত্ব খুঁজছেন তিনি। তাঁর কাছে দায়িত্ব দিয়ে টুইটারে কম সময় দেওয়ার কথা ভাবছেন। টুইটারের দায়িত্ব গ্রহণের পর তিনি প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের কাজ করছেন। এ সপ্তাহের মধ্যে তা শেষ হবে।
বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহীর দায়িত্বেও আছেন ইলন মাস্ক। টেসলার একটি বেতনের প্যাকেজ বিষয়ে আদালতে শুনানির জন্য তাঁকে গতকাল বুধবার হাজির হতে হয়। সেখানেই তিনি তাঁর নতুন পরিকল্পনার কথা বলেন।
