ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশের নির্বাচন সম্পর্কে ‘চরম সত্য কথা’ বলেছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের নির্বাচন নিয়ে রাষ্ট্রদূত ইতো নাওকির সাম্প্রতিক মন্তব্য ও তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব এ কথা বলেন। আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কথাগুলো বলেন মির্জা ফখরুল।
গত সোমবার রাজধানীতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘গত (জাতীয় সংসদ) নির্বাচনে আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছিল বলে আমি শুনেছি। অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই। আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।’সরকারের একাধিক মন্ত্রী ইতিমধ্যে জাপানের রাষ্ট্রদূতের এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। গতকাল বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির বক্তব্য অনাকাঙ্ক্ষিত। ওই বক্তব্যের জন্য জাপানের রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। গতকালই আবার নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, বিদেশি কূটনীতিকেরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কী বলতে পারেন, তা ভিয়েনা কনভেনশনে বলা আছে। সেই অনুযায়ী তাঁদের চলাফেরা করার কথা।
