যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাবার (ডোনাল্ড ট্রাম্প) নির্বাচনী প্রচারে তাঁর অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। রাজনীতিতে জড়ানোরও ইচ্ছা নেই তাঁর।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগোতে এক অনুষ্ঠানে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর কিছুক্ষণ পরেই সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে ইভানকা ট্রাম্প বাবার নির্বাচনী প্রচার ও রাজনীতিতে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে ঘোষণা দিয়েছেন। মার-এ-লাগোতে ডোনাল্ড ট্রাম্পের ওই অনুষ্ঠানে যোগ দেননি ইভানকা।
ইভানকা ট্রাম্প বলেন, ‘আমি বাবাকে খুব ভালোবাসি। এই সময়ে আমার ছোট সন্তানদের ও পরিবার হিসেবে যে ব্যক্তিগত জীবন তৈরি করছি, সে বিষয়কে অগ্রাধিকার দেওয়ার জন্য বেছে নিচ্ছি। তাই রাজনীতিতে জড়ানোর কোনো পরিকল্পনা নেই। বাবার প্রতি সব সময় আমার ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে। রাজনৈতিক অঙ্গনের বাইরে থেকেও তা আমি করে যাব। মার্কিন জনগণের সেবা করার সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ। এ ছাড়া আমাদের প্রশাসনের অর্জনের জন্য আমি সব সময় গর্ববোধ করব।’
