নতুন গান দিয়ে ২০২৫ সালে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করলেন আঁখি আলমগীর

হ-বাংলা নিউজ:

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর তার নিয়মিত স্টেজ শো এবং নতুন গান প্রকাশের ধারাবাহিকতায় এবার ২০২৫ সালের প্রথম গান প্রকাশ করলেন।

সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে তার নতুন মৌলিক গান “মন জানে”, যা বেশ প্রশংসিত হচ্ছে। গানের কথা লিখেছেন জামাল হোসেন, সুর ও সংগীতায়োজন করেছেন পুনম মিত্র, এবং গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। আঁখি জানিয়েছেন, বছরের প্রথম গান হিসেবে শ্রোতারা গানটি বেশ পছন্দ করেছেন।

আঁখি বলেন, “গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। এটি একটি রোমান্টিক ঘরানার গান, যার সুর ও সংগীত সত্যিই চমৎকার। মিউজিক ভিডিওটিও আকর্ষণীয়, যেখানে ছিল একটি ড্যান্স পার্ট, যা দর্শক ও শ্রোতারা উপভোগ করেছেন। এ টিমের সঙ্গে এটি আমার প্রথম কাজ এবং রেকর্ডিং ও শুটিংয়ের পর আমার প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। আমি আশা করেছিলাম গানটি ভালো লাগবে, তবে বছরের প্রথম গান হিসেবে এত ভালো সাড়া পাচ্ছি, তাতে আমি সত্যিই আনন্দিত।”

এদিকে, স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন আঁখি আলমগীর। নতুন বছরের শুরুতে বেশ কয়েকটি শোতে অংশ নিয়েছেন এবং চলতি মাসে আরও কিছু কনসার্টে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া, নতুন মৌলিক গান নিয়ে কাজ করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *