হ-বাংলা নিউজ:
হ-বাংলা নিউজ:
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেতা ও বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী ভারতের সাংবাদিকদের সামনে বেশ কটাক্ষ করেছেন। তিনি বলেন, “বাংলাদেশে কিছুই নেই, পুরো দেশই ভারতের উপর নির্ভরশীল। সেখানে দরিদ্র মানুষের সংখ্যা এত বেশি যে, কিছু দরিদ্র মানুষ এখানে (ভারতে) পাঠানো হচ্ছে। আর তারা এসে মাদ্রাসা তৈরি করতে চায়, জঙ্গি তৈরি করতে চায়, উগ্র এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।”
শুভেন্দু অধিকারী আরও বলেন, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তিনি ‘তালিবানি, উগ্রবাদী ও মৌলবাদী’ হিসেবে উল্লেখ করেছেন, যার ফলে তার মন্তব্যগুলো অনেকেই নিন্দা জানিয়েছেন।
ভারত-বাংলাদেশ সীমান্ত সমস্যা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, “ভারত সরকারের উচিত আমাদের সীমান্ত, সেনা এবং সীমান্তে বসবাসকারী জনগণকে রক্ষা করা।”
এ ধরনের মন্তব্য এর আগেও করেছেন শুভেন্দু। সম্প্রতি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ‘নাবালক’ বলে উপহাস করেছিলেন।
শুভেন্দুর এসব বক্তব্যে বাংলাদেশি রাজনীতিবিদ ও নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনা হচ্ছে।
