৮ রানে জিতে টানা সপ্তম জয় পেল রংপুর রাইডার্স, খুলনার কাছে হাত ফসকে গেল জয়

হ-বাংলা নিউজ:

রংপুর রাইডার্সের জয়রথ থামাতে পারেনি খুলনা টাইগার্স। ১২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত জেতা ম্যাচ হাত ফসকে গেছে খুলনার। ৮ রানে জয় পেয়ে বিপিএলের চলতি আসরে টানা সপ্তম জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।

১৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে খুলনার শুরু ছিল ভালো। মোহাম্মদ নাঈম ৪১ বলে ৭টি চার এবং ২টি ছক্কায় ৫৮ রান করেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ২৪ বলে ৩টি চার এবং ২টি ছক্কায় ৩৯ রান করেন। এই দুই ব্যাটারের দুর্দান্ত ইনিংসে কক্ষপথে ছিল খুলনা।

চারে নেমে আফিফ হোসেন ২টি করে চার ও ছক্কায় ২৯ রান করেন। কিন্তু এরপরই নাটকীয়ভাবে শুরু হয় খুলনার পতন। মাহেদি হাসানের বলে আফিফ লেগ বিফোরের ফাঁদে পড়লে শুরু হয় ধস। ৩ উইকেটে ১৬৫ থেকে খুলনা ১২ রানে ৬ উইকেট হারিয়ে ৯ উইকেটে ১৭৭ রানেই আটকে যায়। এতে তাদের হার নিশ্চিত হয়ে যায়।

রংপুরের পক্ষে সবচেয়ে কার্যকরী বোলার ছিলেন পাকিস্তানের আকিফ জাভেদ। তিনি ৪ ওভারে ২৯ রান খরচে ৩ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট পান মাহেদি হাসান এবং সাইফউদ্দিন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। তবে পাওয়ার প্লেতে তাদের শুরুটা ছিল খারাপ। ৩০ রান তুলে সাজঘরে ফিরে যান স্টিভেন টেলর (১৩) ও সাইফ হাসান (৭)।

তৃতীয় উইকেট জুটিতে ওপেনার তৌফিক খান তুষার এবং পাকিস্তানের ইফতিখার আহমেদ মিলে ৩০ বলে ৪০ রান যোগ করেন। তবে আবু হায়দার রনির বলে ক্যাচ তুলে দিয়ে তৌফিক ৩৬ রানে ফিরে যান।

এরপরই শুরু হয় খুশদিল শাহর বিধ্বংসী ইনিংস। ৩৫ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় তিনি ৭৩ রানে অপরাজিত থাকেন। ৫টি চারে ৪৩ রান করে হাসান মাহমুদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ইফতিখার। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার ৫৭ বলে ১১৫ রানের বড় জুটি গড়েন।

তাদের ইনিংসেই চ্যালেঞ্জিং পুঁজি পায় রংপুর, যা এখনও টুর্নামেন্টে অপরাজিত। খুলনার পক্ষে দুটি করে উইকেট পান পেসার আবু হায়দার রনি এবং হাসান মাহমুদ।

এই জয়ে রংপুর রাইডার্স সাত ম্যাচে পূর্ণ ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে। আর পাঁচ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স অবস্থান করছে চার নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *