হ-বাংলা নিউজ:
ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করে রাজস্ব আয় বৃদ্ধির সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে সম্পূর্ণ অবাস্তব এবং অকার্যকর হবে বলে মন্তব্য করেছে জাতীয় আইনজীবী সমিতি।
সংগঠনটির সভাপতি শাহ মো. খসরুজ্জামান অবিলম্বে ভ্যাট ও কর প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য ভ্যাট, শুল্ক ও আয়করের হার বৃদ্ধি না করে বাস্তবমুখী নতুন কৌশল গ্রহণ করা প্রয়োজন।
রোববার সুপ্রিমকোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন। উল্লেখযোগ্য, জাতীয় আইনজীবী সমিতি দেশের সব বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের নির্দলীয় ফেডারেশন।
খসরুজ্জামান আরও বলেন, যে কোনো ব্যবসায় বিনিয়োগকৃত অর্থের ওপর কর আরোপ রহিত করতে হবে। এছাড়া, সব ধরনের ব্যবসায় বিনিয়োগকৃত নতুন মূলধনের ওপর কর রহিত করে বিদেশি বিনিয়োগকারীদের মতো এ দেশের ব্যবসায়ীদের সুযোগ দেওয়া জরুরি। এতে দেশের আমদানি, রপ্তানি ও উৎপাদন বৃদ্ধি পাবে এবং সব ব্যবসায় স্বাভাবিক গতি ফিরে আসবে।
