হ-বাংলা নিউজ:
দেশে শীতকালেও ডেঙ্গু আতঙ্ক ও মৃত্যুর প্রবণতা অব্যাহত রয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে দেশে আরও ৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পাঁচজনে পৌঁছেছে, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩০ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৮ জন, ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে চারজন এবং বরিশাল বিভাগে পাঁচজন ভর্তি হয়েছেন।
গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন, এর মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল তৃতীয় সর্বোচ্চ, আর মৃত্যুর সংখ্যাও ছিল দ্বিতীয় সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করে আসছে। ২০২৩ সালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যা এক বছরের মধ্যে সর্বাধিক, এবং মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন, যা ছিল ইতিহাসের সবচেয়ে বেশি। ২০২২ সালে দেশের এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।
