মানসম্মত শিক্ষকের সংকট রয়ে গেছে, জানালেন লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

হ-বাংলা নিউজ:

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পড়াশোনার সুযোগ অনেক রয়েছে, তবে মানসম্মত শিক্ষার অভাব রয়ে গেছে। শিক্ষকের সংকট যেমন বিদ্যমান, তেমনি শিক্ষকের মানের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। সরকার অবকাঠামোগত দিক থেকে ব্যাপক সহযোগিতা করেছে, ফলে দেশে এখন ভাঙাচোরা শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে পাওয়া কঠিন। তবে, মানসম্পন্ন শিক্ষকের অভাব এখনও বজায় রয়েছে।”

রোববার বিকাল সাড়ে ৩টায় সিরাজদিখানে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপনের জন্য বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।

সভায় সভাপতির বক্তব্যে শাহিনা আক্তার বলেন, “এ ধরনের কার্যক্রম দেখে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি, এভাবেই তরুণরা বিপ্লবী হয়ে আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবে। দক্ষতা অর্জন ছাড়া কেউ সামনে এগোতে পারে না। তাই আমি যুব সমাজকে বই পড়ার মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়ানোর এবং দক্ষতা উন্নয়নের আহ্বান জানাচ্ছি।”

এছাড়া সভায় বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, এবং বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রসময় কীর্ত্তনীয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *