হ-বাংলা নিউজ:
হ-বাংলা নিউজ:
লিওনেল মেসি ইউরোপীয় ফুটবল অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। মেসির সঙ্গে ক্লাবটির চুক্তি ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত। তবে শোনা যাচ্ছে, চুক্তির পর মায়ামি মেসিকে নতুন এক চুক্তির প্রস্তাব দিতে পারে, যেখানে এমএলএস-২০২৫ মৌসুম শেষ হওয়ার পর মেসির ইউরোপ বা অন্য কোনো দেশের ক্লাবে খেলার সুযোগ রাখা হতে পারে।
মার্কাসহ কয়েকটি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মেসির জন্য মায়ামির নতুন চুক্তির প্রস্তাব প্রায় প্রস্তুত। এমএলএস মৌসুমের সময়সীমা ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। নতুন চুক্তি স্বাক্ষর হলে, মেসি ডিসেম্বরের পর ইউরোপের কোনো ক্লাবে ধারে খেলার সুযোগ পাবেন।
২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণের কথা মাথায় রেখে, মেসি যেন প্রস্তুতি নেয়ার জন্য খেলার মধ্যে থাকতে পারেন, সেজন্য এমন চুক্তির প্রস্তাব করা হচ্ছে।
তবে মেসি এই চুক্তি গ্রহণ করবেন কিনা, তা নিয়ে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। এ ধরনের চুক্তির প্রস্তাব আগে একাধিক তারকা ফুটবলারকেও দেওয়া হয়েছে। যেমন, সাবেক ফরাসি তারকা থিয়েরি অরি নিউইয়র্ক রেড বুলস থেকে আর্সেনাল, এবং ডেভিড বেকহ্যাম ও জ্লাতান ইব্রাহিমোভিচ এলএ গ্যালাক্সি থেকে এসি মিলানে লোনে খেলেছেন।
