হ-বাংলা নিউজ:
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের পুরুষ সদস্যদের জন্য সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বয়সের সীমা শিথিল করেছে সরকার। এখন থেকে শহিদ পরিবারের পুরুষ সদস্যরা যে কোনো বয়সে পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন, আর সরকারের পক্ষ থেকেও তাদের নামে সঞ্চয়পত্র প্রদান করা যাবে।
৬ জানুয়ারি, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এরপর ৮ জানুয়ারি রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করা হয়, যা বাণিজ্যিক ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। একই সময়ে, জাতীয় সঞ্চয় অধিদপ্তরও তাদের সব ব্যুরো অফিস এবং ডাকঘরে এই প্রজ্ঞাপন পাঠিয়েছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, পরিবার সঞ্চয়পত্র কিনতে কিছু নির্দিষ্ট শর্ত ছিল, যার মধ্যে ১৮ বছর বা এর বেশি বয়সের যে কোনো বাংলাদেশি মহিলা, শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা, এবং ৬৫ বা এর বেশি বয়সি পুরুষ ও মহিলা এটি কিনতে পারতেন। তবে শহিদ পরিবারের সদস্যদের ক্ষেত্রে বয়সের সীমা শিথিল করা হয়েছে, কারণ তাদের অনেকের বয়স ৬৫ বছর পূর্ণ হয়নি।
এছাড়া, সঞ্চয়পত্র কেনার জন্য আয়কর রিটার্ন দেখানোর নিয়মও সহজ করা হয়েছে। পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে সর্বোচ্চ ১১ দশমিক ৫২ শতাংশ মুনাফা প্রদান করা হয়। একক নামে পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা কেনা যেতে পারে, তবে যৌথ নামে এটি কেনা সম্ভব নয়।
