শান্তর কিপিং নিয়ে প্রশ্নের উত্তর দিলেন টিম ম্যানেজমেন্টের ব্যাটিং কোচ নাফিস ইকবাল

হ-বাংলা নিউজ:

সবশেষ দুই ম্যাচে ফরচুন বরিশালের উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাচ্ছে নাজমুল হোসেন শান্তকে। অভিজ্ঞ মুশফিকুর রহিম মাঠে থাকলেও কেন শান্তকে কিপিং করতে হচ্ছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ভক্তদের মনে এমনও প্রশ্ন উঠছে, চ্যাম্পিয়নস ট্রফিতেও কি উইকেটের পেছনে দাঁড়াবেন শান্ত? এসব বিষয়ে দলটির ব্যাটিং কোচ নাফিস ইকবাল উত্তর দিয়েছেন।

মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথমবারের মতো কিপিংয়ে নেমে সবাইকে চমকে দেন শান্ত। পরে জানা যায়, আগের ম্যাচে চোট পাওয়া মুশফিক উইকেটের পেছনে দাঁড়াতে পারছিলেন না। বরিশাল প্রিতম কুমারকে কিপিংয়ে নামাতে না পারায় বাধ্য হয়ে শান্তকেই এই দায়িত্ব নিতে হয়।

যদিও সেদিন কিপিংয়ে কোনো ডিসমিসাল করতে পারেননি শান্ত, এবং ব্যাট হাতে সফল হননি। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবার ৩০ বলে ৪১ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার আভাস দেন তিনি। পরে রান তাড়ার সময় তানভির ইসলামের বলে স্টাম্পিং করে অ্যালেক্স হেলসকে ফিরিয়ে দেন শান্ত, যা তার স্বীকৃত ক্রিকেটে প্রথম স্টাম্পিং। এরপর, শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচ নিয়ে ইফতিখার আহমেদকে আউট করেন শান্ত।

শান্তর উইকেটকিপিং পারফরম্যান্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। নাফিস ইকবাল জানান, “টিম কম্বিনেশনের কারণে শান্ত কিপিং করছে। আজ মুশফিক হয়তো কিপিং করতে পারত, তবে ঝুঁকি নেননি। পরবর্তী বিরতি রয়েছে, আর সেটা তার আঙুলের জন্য উপকারী হবে। তাই শান্তকেই কিপিং করতে দেওয়া হয়েছে। আমার মনে হয়, সে ভালো করেছে।”

এদিকে, বরিশালের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে তারা, আর দুটি ম্যাচে হেরেছে রংপুর রাইডার্সের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *