হ-বাংলা নিউজ:
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর এখন ভয়াবহ দাবানলে জ্বলছে। সেই দাবানলের তাপে বিখ্যাত হলিউড হিলসও পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার এই দাবানলে অনেক হলিউড তারকার বাড়িও পুড়ে গেছে। আর এই সময়ে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। ভয়াবহ দাবানলের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নোরা।
ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় নোরা বলেন, “আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি এবং এই দাবানল সত্যিই অত্যন্ত বিধ্বংসী। এমন কিছু আগে কখনো দেখিনি, এটি সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি তাড়াতাড়ি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বের হয়ে এসেছি। এখন আমি একটি বিমানবন্দরের দিকে যাচ্ছি, যেখানে কিছুটা বিশ্রাম নিয়ে আজই ভারতে ফিরে যাব।”
ভারতে ফিরতে বিমানবন্দরে অবস্থান করলেও নোরা শঙ্কাও প্রকাশ করেছেন। তিনি বলেন, “আশা করছি, আমি বিমানে উঠতে পারব এবং আজ রাতেই ফিরতে পারব, ফ্লাইট বাতিল হবে না। এখানে পরিস্থিতি কতটা ভয়াবহ, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কীভাবে আছি, তা আমি আপনাদের জানাতে থাকব। আশা করি, সবাই নিরাপদে থাকবে।”
এর আগে, প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে লস অ্যাঞ্জেলেসের দাবানলের একটি মর্মান্তিক ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তাকে চিৎকার করে বলতে শোনা গেছে, “এটি বিধ্বংসী।”
ভিডিওর ক্যাপশনে প্রিয়াঙ্কা উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, “সবাইকে নিয়ে আমি চিন্তিত। আমি আশা করি, সবাই আজ রাতে নিরাপদে থাকতে পারবে।” তিনি আরও প্রার্থনা ইমোজি দিয়ে সকলের জন্য নিরাপত্তার প্রার্থনা করেছেন।
