জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার আইন পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের বৈঠক

হ-বাংলা নিউজ:

জাতীয় পরিচয়পত্র সেবাটি নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার জন্য পাস করা আইন পর্যালোচনা করতে আগামী রোববার নির্বাচন কমিশন (ইসি) বৈঠকে বসবে। ওই বৈঠকের প্রথম এজেন্ডা হিসেবে এই বিষয়টি আলোচনায় থাকবে।

বৈঠকটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। বৈঠকের অন্য দুটি এজেন্ডা হলো ‘বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ‘বিশেষ তথ্য ফরম (ফরম-২ এর অতিরিক্ত তথ্য)’ ব্যবহার বিষয়ে আলোচনা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জামাদি হালনাগাদকরণের বিষয়ে আলোচনা।’ এই তথ্য ইসি সূত্র থেকে জানা গেছে।

এছাড়া, জানা গেছে যে, ২০২৩ সালে জাতীয় সংসদে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ পাশ করে তখনকার সরকার, যা ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০’ কে বাতিল করে। নতুন আইনের আওতায় জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অধীনে নেওয়ার কথা ছিল। তবে, এই আইন এখনও কার্যকর হয়নি এবং নির্বাচন কমিশনই এখনও জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে। এই অবস্থায়, আগামী রোববারের বৈঠকে কমিশন সিদ্ধান্ত নেবে, কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক কারণে তৎকালীন সরকার জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ পাশ করে। ওই আইনে একটি ইউনিক নম্বর দেওয়ার কথা ছিল, যা জাতীয় পরিচয়পত্র নম্বর হিসেবে ব্যবহৃত হবে। তবে, তারা আরও বলেন, সাংবিধানিকভাবে ভোটার তালিকা তৈরির ক্ষমতা নির্বাচন কমিশনের। ভোটার তালিকা থেকেই জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়, এবং যদি জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যায়, তবে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠবে। এসব বিষয় আগামী বৈঠকে আলোচনা করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *