জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় জুলাই-আগস্টের অভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে দেওয়া বক্তব্য জাতীয় ঐক্যের পরিবেশ বিনষ্ট করতে পারে— জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের দাবি

হ-বাংলা নিউজ:

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ দাবি করেছে, জাতীয় প্রেস ক্লাবে একটি সংগঠনের আয়োজিত আলোচনা সভায় গত জুলাই-আগস্টের অভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা জাতীয় ঐক্যের পরিবেশ নষ্ট করবে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন।

বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন বলেন, ‘আমরা তাদের এই বক্তব্যে বিস্মিত এবং হতবাক হয়েছি। স্বাধীনতার ৫৩ বছরে আধিপত্যবাদী শক্তি ও তাদের সমর্থকরা ইসলামী ব্যক্তিত্ব এবং ইসলামী দলগুলো সম্পর্কে যেসব গণবিরোধী মন্তব্য করেছে, যা দেশ ও জাতিকে বিভক্ত করার চেষ্টা, সেই সুরই আজ জাতীয় প্রেস ক্লাবে নেতৃবৃন্দের বক্তব্যে প্রতিধ্বনিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আধিপত্যবাদী শক্তির বিদায়ের পর যদি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এসব বক্তব্য তুলে এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এবং আধিপত্য ও ফ্যাসিবাদী শক্তিকে উৎসাহিত করেন, তবে জুলাইয়ের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কোটি কোটি বিজয়ী ছাত্র-জনতা তাদেরকে ফ্যাসিবাদের সহচর মনে করতে বাধ্য হবে।’

এছাড়া, তিনি বলেন, ‘অতীতে বহুবার এমন বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা এবং উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা দেওয়া হয়েছে। সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে যে কোনো অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি।’

মুসলেহ উদ্দিন আরও বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ ও আহত বীর মুক্তিযোদ্ধাদের বিপুল ত্যাগে অর্জিত আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। তাদের সম্মান ও মর্যাদাকে ব্যবহারের মাধ্যমে পতিত ফ্যাসিস্টদের মতাদর্শ প্রচার করে জাতীয় ঐক্য বিনষ্টের অপচেষ্টা দেশপ্রেমিক ছাত্র-জনতা ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *