হ-বাংলা নিউজ:
লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এই গ্যাং এর সদস্যরা তার কাছের বন্ধু বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করেছে। এমন কঠিন পরিস্থিতিতেও, ২৭ ডিসেম্বর নিজের জন্মদিন ভিন্নভাবে উদযাপন করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান।
আগের মতো গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে এসে ভক্তদের কাছ থেকে ভালোবাসা গ্রহণ করতে পারেননি সালমান। তবে, তার জন্মদিনে বিশেষভাবে তার হাসিমুখ দেখতে বড় ঝুঁকি নিয়েছে ভারতের শীর্ষ ধনী আম্বানী পরিবার। এই অভিনেতার জন্মদিন উপলক্ষে গুজরাটের জামনগরে অবস্থিত এক ব্যবসায়ী পরিবারের রিসোর্টে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভাইজানকে।
এমন পরিস্থিতিতে, আম্বানী পরিবারের জন্য এটা ছিল বড় একটি ঝুঁকি, কারণ বর্তমানে সালমানের পাশে দাঁড়ানো মানুষদের লক্ষ্যবস্তু হয়ে উঠছে লরেন্স বিষ্ণোই গ্যাং। তবে, এসব সত্ত্বেও আম্বানী পরিবার সালমানের পাশে দাঁড়িয়ে তার জন্মদিন উদযাপন করেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সন্ধ্যা গাঢ় হওয়ার পর জামনগর রিসোর্টের আকাশে আতশবাজির ঝলকানি দেখা যায় এবং রিসোর্টের গেটে ‘শুভ জন্মদিন ভাই’ লেখা দেখা যায়। এই সময়, তার জনপ্রিয় সিনেমা ‘কিক’ থেকে গান ‘জুম্মে কি রাত হ্যায়’ বাজছিল।
জামনগর রিসোর্টে যাওয়ার আগে, সালমান খান গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তার পরিবারের সদস্য এবং চলচ্চিত্র অঙ্গনের কাছের বন্ধুদের সঙ্গে জন্মদিনের প্রথম পর্বটি উদযাপন করেন। জন্মদিনের এই পার্টিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বর্তমান প্রেমিকা ইউলিয়া ভানটুর, সাবেক প্রেমিকা সংগীতা বিজলানি সহ আরও অনেক তারকা।
