হ-বাংলা নিউজ:
বাংলাদেশের ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন (ফেকড-ক্যাব) এর সদস্যদের জন্য গতকাল সন্ধ্যায় ধানমন্ডিতে একটি ব্যবসায়িক আলোচনা ও ডিনার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষা খাতে নতুন সুযোগ এবং আইনি সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
*আলোচনার প্রধান বিষয়:*
এ আর কে এঞ্জেল ইউনিভার্সিটি:
ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি ও আন্তর্জাতিক ভর্তি বিভাগের প্রধান ব্যারিস্টার মনির হোসেন। তিনি আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। এছাড়া, ফেকড-ক্যাব সদস্যরা কীভাবে এই ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে কমিশন লাভ করতে পারেন, সে সম্পর্কেও তিনি আলোকপাত করেন।
এলএসবি এল কলেজ:
অনুষ্ঠানে এলএসবি এল কলেজের প্রিন্সিপাল উপস্থিত থেকে FACD-CAB সদস্যদের কলেজের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টাডি ভিসা (১১ মাস) এবং ওথাম (OTHM)-এর স্বীকৃত ডিগ্রি (লেভেল ৩, ৪ ও ৫) সম্পর্কে অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে, FACD-CAB সদস্যরা এই কোর্সগুলোর সুযোগ শিক্ষার্থীদের দিতে পারবেন এবং এর মাধ্যমে কমিশন অর্জনের সুযোগ পাবেন।
স্পেনসার উইলিয়ামস অ্যান্ড মোগুল সলিসিটরস:
ব্যারিস্টার মনির হোসেন, যিনি প্রতিষ্ঠানটির মালিক ও আইন উপদেষ্টা, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ (AR) এবং জুডিশিয়াল রিভিউ (JR) সেবার বিষয়ে আলোচনা করেন। ঢাকাভিত্তিক টিমের সহায়তায় যোগ্য ক্ষেত্রে এসব সেবা বিনামূল্যে প্রদান করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেকড-ক্যাব এর অ্যাডহক কমিটির আহ্বায়ক মি. আব্দুল কাদির খান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইমিগ্রেশন আইনজীবী এ.কে.এম. রেজাউল করিম। বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সি-এর প্রতিনিধি হিসেবে মি. সোলায়মান এই অনুষ্ঠানের আয়োজন করেন।
উল্লেখ্য:
অনুষ্ঠানটিতে ফেকড-ক্যাব সদস্যরা শিক্ষা খাতে নতুন সুযোগ-সুবিধা এবং আইনি সহায়তা নিয়ে মতবিনিময় করেন। পরে আনুষ্ঠানিক ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
