বিপিএল-এ অংশ নিতে বাংলাদেশে এসেছেন শহিদ আফ্রিদি ও শাহিন শাহ আফ্রিদি

হ-বাংলা নিউজ:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আসন্ন আসরে অংশ নিতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি ও তার জামাই শাহিন শাহ আফ্রিদি।

তামিম ইকবালের ডাকে সাড়া দিয়ে ফরচুন বরিশালের হয়ে খেলবেন পাকিস্তানের বর্তমান তারকা পেস বোলার শাহিন শাহ আফ্রিদি।

ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে ক্যারিয়ার গড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি আসছেন চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে। তিনি এর আগে বিপিএলের ছয় আসরে খেলেছেন।

গতকাল রাতে ঢাকায় পৌঁছেছেন শাহিন শাহ আফ্রিদি। আজ বরিশালের সতীর্থদের সঙ্গে মিরপুরে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করতে দেখা যায় তাকে। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাহিন আফ্রিদি।

নিজের শ্বশুর শহিদ আফ্রিদির প্রসঙ্গে শাহিন বলেন, “শহিদ আফ্রিদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা খুব ভালো ব্যাপার। তবে আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলবেন না। তাই মাঠে আমাদের মুখোমুখি হতে হবে না (হাসি)। তিনি পরামর্শক হিসেবে আসছেন। আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন।”

বিপিএলে প্রথমবার খেলতে এসে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেলতে যাওয়ার প্রসঙ্গে শাহিন আফ্রিদি বলেন, “বিপিএলে আসার পেছনে সবচেয়ে বড় কারণ তামিম ইকবালের ফোন কল। তামিম ভাই যখন আমাকে এই দলে খেলার জন্য ফোন দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত।”

শাহিন আফ্রিদি আরও বলেন, “আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। এটি খুব ভালো একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক কিছু শেখার আছে। ভবিষ্যতে পাকিস্তানের হয়ে এখানে খেলা হলে, আশা করি ভালো ক্রিকেট খেলতে পারব। আমি জানি, অনেক পাকিস্তানি এখানে খেলেন। আমি প্রথমবার খেলব, দেখে নেব ক্রিকেট কেমন হয়, তারপর তুলনা করতে পারব।”

এক প্রশ্নের জবাবে শাহিন বলেন, “সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশে আরও অনেক বড় খেলোয়াড় আছেন। তামিম ভাই, জাতীয় দলের সবাই খেলছেন। আমার মতে, আমাদের নিজেদের ক্রিকেটাররা হওয়া উচিত তারকা। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে এখানে আছি, আর দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *