Title: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে স্বশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীদের বৈঠক

হ-বাংলা নিউজ:

শনিবার জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, সদস্য জেসমিন টুলি, সদস্য ড. মো. আব্দুল আলীম, সদস্য নাদিয়া নিভিন, এবং ছাত্র প্রতিনিধি সাদিক আল আরমান।

বৈঠকে অংশগ্রহণকারীরা সংসদ নির্বাচনে ১ শতাংশ ভোটের বিধান বাতিল, দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধকরণ, সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি ও বেতন বন্ধ করা, এবং অন্যান্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে ব্যারিস্টার এম. সরোয়ার হোসেনের নেতৃত্বে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে ছিলেন- নুরুল হুদা চৌধুরী মিলু, ড. এএসএম খালেকুজ্জামান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. আতিকুর রহমান, অ্যাডভোকেট আজমল হোসেন বাচ্চু, মেজর (অব.) আহমদ কবির বিশ্বাস, মেজর (অব.) হারুন অর রশিদ, মেজর (অব.) শরিফ আহমেদ মুকুল, মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, অ্যাডভোকেট মজিবুর রহমান, মেজর (অব.) আমান আহমেদ আনসারী, মেজর (অব.) মো. জিয়াউল আহসান, মেজর (অব.) মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *