হ-বাংলা নিউজ:
নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ পরিচিত তার নৃত্যশিল্পী হিসেবেই। তবে সুযোগ পেলেই অভিনয়েও অংশ নেন। আগে টিভি নাটকে প্রায়ই দেখা গেলেও এখন বিশেষ দিবস ছাড়া তার উপস্থিতি খুবই কম। মাঝে মাঝে তিনি বিজ্ঞাপনে দেখা দেন।
তবে এবার, দীর্ঘ সময় পর, নাটকে ফিরেছেন মৌ। বাংলাদেশ টেলিভিশনের হীরকজয়ন্তী উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘সোনার সিন্দুক’-এ অভিনয় করেছেন তিনি। নাটকটিতে কাজ করার পেছনে দুইটি বিষয় তাকে অনুপ্রাণিত করেছে।
মৌ বলেন, “রাষ্ট্রীয় চ্যানেলটি হীরকজয়ন্তী উদযাপন করছে, আর এটি একটি বিশেষ দিন উপলক্ষে নির্মিত নাটক। এ ধরনের বিশেষ দিনে কাজ করার সুযোগ পাওয়া আমাকে সম্মানিত করেছে। এছাড়া নাটকটির গল্পও আমার খুব পছন্দ হয়েছে। মূলত এই কারণেই এতদিন পর আমি নাটকে যুক্ত হতে আগ্রহী হয়েছি।”
নাটকটিতে মৌ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ২৫ ডিসেম্বর রাতে এটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়।
