অস্ট্রেলিয়ার ‘জাতীয় ভিলেন’ বিরাট কোহলি, স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে বিতর্কে

হ-বাংলা নিউজ:

অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার পর, ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি এখন অস্ট্রেলিয়ায় ‘জাতীয় ভিলেন’ হিসেবে পরিচিত। বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে এই ঘটনার জন্য শাস্তি পেয়েছেন কোহলি, যা এখনও বিভিন্ন আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এ ঘটনার পর অস্ট্রেলিয়ান গণমাধ্যমও সরব হয়ে উঠেছে এবং কোহলিকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রকাশিত ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকার পেছনের পাতায় একটি কার্টুন প্রকাশিত হয়, যেখানে কোহলিকে ‘ভাঁড়’ বা ‘জোকার’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, শিরোনামে লেখা ছিল ‘ভাঁড় কোহলি’।

এই কার্টুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ান মিডিয়া কোহলির সঙ্গে কামিন্সের ছবি ব্যবহার করে প্রচারণা চালাচ্ছিল। কোহলি ভারতের অধিনায়ক নয়, অধিনায়ক রোহিত। এটা ভুল। তবে তাদের স্বার্থে তারা এভাবে চলতে থাকে। সিরিজ শুরুর আগে কোহলিকে রাজা মনে হয়েছিল, এখন তাকে জোকার বানাচ্ছে।”

সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও স্টার স্পোর্টসে বলেন, “অস্ট্রেলিয়া অতীতে আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। বল ছুঁড়ে মারা, কটু কথা বলা, ধাক্কা দেওয়া—এসব আমাদের বিরুদ্ধে ঘটেছে।”

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) টেস্টের প্রথম দিন, একপর্যায়ে গ্লাভস খুলে ব্যাটিং পার্টনার উসমান খাজার দিকে হাঁটতে শুরু করেন স্যাম কনস্টাস। কোহলি বল কুড়িয়ে নিয়ে কনস্টাসের দিকে এগিয়ে যান, কিন্তু কনস্টাস তার দিকে না ফিরে একই লাইনে হাঁটতে থাকেন। এর পর দুজনের মধ্যে ধাক্কা লাগে। কোহলি তখন কনস্টাসের দিকে কিছু আপত্তিকর মন্তব্য ছুঁড়ে দেন। এরপর উসমান খাজা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। আম্পায়াররাও কোহলি ও কনস্টাসকে বিষয়টি নিয়ে কথা বলেন।

এ ঘটনার পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ৯০ হাজার দর্শকদের সামনে রিকি পন্টিং কোহলির আচরণের প্রতিবাদ জানান। ভারতীয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও কোহলির আচরণকে সঠিক বলে মনে করেননি। কিছু ক্রিকেটভক্ত মনে করেন, কোহলি ‘গায়ে পড়ে ঝগড়া’ করতে এসেছেন।

এই উগ্র আচরণের জন্য কোহলিকে আইসিসি ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করে এবং তার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *