হ-বাংলা নিউজ:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি জটিলতা নিরসনের জন্য গঠিত ভূমি কমিশন শীঘ্রই পুনর্গঠন করে কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অর্থনীতি অনেকটা পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। বর্তমানে পর্যটন মৌসুম চলছে, তাই বান্দরবানের পর্যটন স্পটগুলো পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে। যেহেতু এটি একটি নিরাপত্তা সংক্রান্ত বিষয়, তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে আগামী আইনশৃঙ্খলা সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার বান্দরবান কালেক্টরেট স্কুলের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরপর তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদের নবনির্মিত চারতলা প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
