হ-বাংলা নিউজ:
খায়রুজ্জামান মামুনঃ সময়ের পরিক্রমায় বিগত দেড় দশকে স্বৈরাচারী হয়ে ওঠা এক জালিম সরকারের বিরুদ্ধে গত জুলাইয়ে বাংলাদেশে ছাত্র জনতার যে রক্তক্ষয়ী অভ্যূত্থান সংগঠিত হয়েছে তার পূর্বাপর ঘটেছে হৃদয়স্পর্শী নানা ঘটনা।দেশের মানুষকে লক্ষ করে শাসক শ্রেনীর বেফাঁস মন্তব্য, আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম আচরণ, বিনা বিচারে গ্রেফতার, বেপরোয়া গুলি, নির্বিচারে মানুষ হত্যা! আবার অন্যদিকে ছাত্র জনতার সাহসী প্রতিরোধ, বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো, রাস্তায় কঠোর অবস্থান এই সব নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো জুলাই অভূত্থ্যন।উল্লেখিত ঘটনা প্রবাহের অনেক ঘটনাই নাড়া দিয়ে গেছে দেশের মানুষ সহ বিশ্ব বিবেককে। পরবর্তীতে অভূতপূর্ব ঐসকল ঘটনা প্রবাহগুলি নিয়ে দেশের বিভিন্ন স্থানের দেওয়ালে, রাজপথে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা বিল্ডিংয়ে অংকিত হয়েছে হরেকরকম গ্রাফিতি।যার উদ্দেশ্য হচ্ছে জুলাই অভ্যূত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাবলি মানুষের মনের স্মৃতি পট থেকে যেন হারিয়ে না যায়।কিন্তু দেওয়াল লিখন কিংবা ছবি কালের বিবর্তনে হারিয়ে যেতে পারে বা যাবে তখন হয়ত আমাদের পরবর্তি প্রজন্ম ঐসকল ঐতিহাসিক মুহূর্তগুলো প্রত্যক্ষ করার আর সুযোগ পাবে না।অথবা নিজ স্বার্থে ভিন্ন আঙ্গিকে অসৎ উদ্দেশ্যে এর অপব্যাখ্যাও হতে পারে।সেই চিন্তা থেকেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিটি অব ভিক্টর ভ্যালীর প্রবাসি বাংলাদেশী জনাব শাহিদ রহমান এগুলি স্থায়ী ভাবে সংরক্ষণের জন্য এগিয়ে এসেছেন।


জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি সংরক্ষণে নিজস্ব রিসোর্স ব্যবহার করে, মুল্যবান সময় ক্ষেপণ করে, আর্থিক বিনিয়োগ করে দেশের বিভিন্ন স্থান থেকে এগুলি সংগ্রহ করে সংকলন করেছেন “ THE INK OF FREEDOM” নামের একটি বই।(বইটির দুটি ভার্সন রয়েছে ১)গ্রাতিফি ২) কালির ছোয়াতে শিল্পীর অংকিত ছবি) যাতে জুলাই গণঅভ্যুত্থানের পূর্বাপর ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা প্রবাহের উল্লেখযোগ্য সব ছবিগুলি সংগৃহীত হয়েছে। বইটি বর্তমানে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, জার্মানি, ফ্রান্স অস্ট্রেলিয়া সহ বিশ্বের ১৩টি দেশে পাওয়া যাচ্ছে এবং বইটির ধারাবাহিক বর্ণনায় বাংলা, ইংলিশ, স্প্যানিশ, ফ্র্যাঞ্চ ভাষা ব্যবহিৃত হয়েছে। বইটির স্বত্বাধিকারী জনাব শাহিদ রহমান আমাদের জানিয়েছেন, বইটির বিক্রিত অর্থের একটি অংশ জুলাই শহীদ স্মৃ্তি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হবে। উল্লেখ্য, জনাব শাহিদ রহমান একজন বীর মুক্তি যোদ্ধার সন্তান এবং জুলাই গণ অভ্যুত্থানের অস্থির সময়ের একজন অনলাইন যোদ্ধাও বটে। তিনি দীর্ঘদিন যাবৎ আমেরিকার ক্যালিফের্নিয়া রাজ্যে বসবাস করে আসছেন। দুই সন্তানের জনক জনাব শাহিদ রহমান পেশায় একজন রিয়েল্টর এবং সফল উদ্যোগতা। দেশ মাতৃকার প্রেমের টানে যারা দেশের কথা চিন্তা করেন, ভবিষ্যৎ প্রজন্মকে যারা বাংলাদেশের গৌরবের গল্প শোনাতে বা দেখাতে চান তারা অবশ্যই THE INK OF FREEDOM বইটি তাদের সংগ্রহে রাখতে অনুরোধ জানিয়েছন জনাব শাহিদ রহমান।
