নোরা ফাতেহি: স্ট্রাগল, ভাইরাল হওয়া এবং বলিউডে নিজের জায়গা তৈরি করার গল্প

হ-বাংলা নিউজ: 

বলিউডের ‘আইটেম গার্ল’ হিসেবে পরিচিত নোরা ফাতেহি বরাবরই তার স্ট্রাগল নিয়ে খোলামেলা মন্তব্য করতে পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি একজন অভিনেত্রী হতে চেয়েছিলেন, কিন্তু নাচের মাধ্যমে বলিউডে নিজের পোক্ত জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।

বলিউডে কাজ করলেও নোরা ফাতেহি মূলত মরক্কো বংশোদ্ভূত কানাডিয়ান মডেল। তার প্রথম সুযোগ আসে নাচের মাধ্যমে, বিশেষ করে বেলি ডান্সের জন্য। তবে, অনেকেই তাকে বলেছিলেন যে, নাচের মাধ্যমেই বলিউডে পা রাখা তার জন্য সঠিক পথ নয়, এবং তার কেরিয়ারে কখনোই অভিনেত্রী হতে পারবেন না। কিন্তু নোরা কখনও কাজের গুরুত্ব কম করেননি, বরং তিনি বারবার বলেছেন, কোনো কাজের সুযোগই তার কাছে ছোট নয়।

নোরা নিজের শতভাগ দিয়েই রাতারাতি দর্শক মন জয় করেছিলেন। তবে বলিউডে নিজের জায়গা শক্ত করার জন্য অনেক কৌশলের কথা এবার ফাঁস করেছেন নোরা। তার পিআর টিম নাকি তাকে উপদেশ দিয়েছিল, বড় কোনো অভিনেতাকে ডেট করলে ভালো কাজের প্রস্তাব পাওয়া যাবে।

নোরা ফাতেহি সবসময়ই নিজের কাজ নিয়ে যত্নশীল, তবে তিনি সমালোচনা সহ্য করতে শিখে গেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যে যাই বলেন, আমার গায়ে খুব একটা লাগে না।”

নোরা প্লাস্টিক সার্জারি, বোল্ড লুক এবং আবেদনময়ী নাচের মাধ্যমে একাধিকবার ভাইরাল হয়েছেন এবং ট্রোলের শিকারও হয়েছেন। তবে এবার তিনি বলিউডের অন্দরমহলের সম্পর্ক নিয়ে মন্তব্য করে আবার ভাইরাল হয়েছেন। তার ওই মন্তব্যে ইঙ্গিত ছিল, তিনি বলিউডের বেশিরভাগ সম্পর্ককেই ‘ফেক’ হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন।

এটা উল্লেখযোগ্য যে, ২০১৪ সালে বলিউডে পা রাখেন নোরা ফাতেহি। এক দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৫ সালে ‘রোত্তে হুয়ে আদমি’ সিনেমায়। এরপর ২০১৮ সালে ‘দিলবার’ গানে নেচে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *