হ-বাংলা নিউজ: ২০৩০ এবং ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশগুলোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। যদিও এগুলোর নাম আগেই অনানুষ্ঠানিকভাবে জানা গিয়েছিল, তবে বুধবার (১১ ডিসেম্বর) ফিফার ভার্চুয়াল কংগ্রেসে সদস্য দেশগুলোর ভোটে এই ঘোষণা দেওয়া হয়।
২০৩০ বিশ্বকাপ ফুটবলের শতবর্ষী আসর হিসেবে চিহ্নিত হবে। ১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে প্রথম ফুটবল বিশ্বকাপের আয়োজন হয়েছিল। শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ফিফা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক দেশ হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। তবে, বিশ্বের প্রথম বিশ্বকাপ আয়োজিত হওয়া লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতেও অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ, যা শতবর্ষী আয়োজনের স্মরণে হবে।
অন্যদিকে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদি আরব ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবারও বিশ্বকাপ আসর ফিরছে এশিয়াতে, যেখানে সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কাতারে।
বিবিসির রিপোর্ট অনুযায়ী, আজকের ফিফা ভার্চুয়াল কংগ্রেসে ২১১টি সদস্য দেশ থেকে প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। কংগ্রেসে দুটি ভোট অনুষ্ঠিত হয়: একটিতে ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশ নির্বাচন করা হয়, আরেকটিতে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ নির্বাচন হয়। প্রথম ভোটে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের নাম চূড়ান্ত করা হয়। এরপর দ্বিতীয় ভোটে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কো এবং ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম নিশ্চিত হয়।
এদিকে, ফিফা কংগ্রেসের এ ভোটে নরওয়ে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক নির্বাচনে ভোট দিতে বিরত থাকে। নরওয়ের বিরোধিতার কারণ ছিল সৌদি আরবকে আয়োজক হিসেবে নির্বাচিত করার পেছনের বিডিং প্রক্রিয়া, যা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। বিবিসি রিপোর্টে জানানো হয়েছে, নরওয়ে এই ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মূলত সেই প্রক্রিয়াকে প্রতিবাদ জানিয়ে।
