অবিলম্বে বাংলাদেশবিরোধী তৎপরতা ও অপপ্রচার বন্ধের দাবিতে ছয় দফা দাবি জানালো বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি

হ-বাংলা নিউজ: বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি অবিলম্বে বাংলাদেশবিরোধী তৎপরতা এবং অপপ্রচার বন্ধ করার দাবিতে ছয় দফা দাবি জানিয়েছে। তাদের দাবি, ভারতের আশ্রয়ে-প্রশ্রয়ে পতিত শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের ইন্ধন দিচ্ছেন।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমিতির আয়োজিত প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই ছয় দফা দাবি জানানো হয়। প্রতিবাদ মিছিলটি রাজারবাগ থেকে শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা হয়ে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

প্রতিবাদ মিছিলে বক্তারা বলেন, ভারতের আশ্রয়ে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং ভার্চুয়ালি বিভিন্ন দেশে গিয়ে দেশদ্রোহী বক্তব্য দিচ্ছেন। তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশ সরকার এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করলেও ভারত সরকার তা গুরুত্ব দিচ্ছে না। বক্তারা বলেন, ভারত বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছে এবং দেশটির অনেক হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসাসেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বক্তারা বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা, জীবন দিতে প্রস্তুত। আমরা এমন এক বাহিনীর উত্তরসূরি যারা রাজারবাগ পুলিশ লাইন থেকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলাম। প্রয়োজন হলে আবারও আমরা প্রতিরোধ গড়ে তুলব।”

সমিতির পক্ষ থেকে আরও বলা হয়, ভারত সরকার বাংলাদেশে গণতন্ত্র হত্যার চেষ্টা করছে এবং মাফিয়া রাজত্ব প্রতিষ্ঠা করতে সহায়তা করছে। এছাড়া, ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত আক্রমণের কাল্পনিক কাহিনী প্রচার করছে।

সমিতির ছয় দফা দাবি নিম্নরূপ:

  1. অবিলম্বে বাংলাদেশবিরোধী তৎপরতা এবং অপপ্রচার বন্ধ করতে হবে।
  2. ভারতে বাংলাদেশ হাইকমিশন, উপহাইকমিশনসহ সব বাংলাদেশি স্থাপনার সুষ্ঠু নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
  3. শেখ হাসিনার সব অপতৎপরতা বন্ধ করতে হবে এবং চাহিবামাত্র তাকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে।
  4. সীমান্তে হত্যা বন্ধ করতে হবে।
  5. হাসিনা-মোদির গোপন চুক্তি থাকলে তা প্রকাশ করতে হবে এবং ট্রানজিট, বিদ্যুৎসহ সব বৈষম্যমূলক চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে।
  6. বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে এবং দেশে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি সাবেক ডিআইজি এম আকবর আলি খান, মহাসচিব সাবেক এসপি মিয়া লুৎফর রহমান, সদস্য সাবেক আইজিপি আশরাফুল হুদা, সাবেক এসপি আব্দুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *