হ-বাংলা নিউজ:
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, যিনি বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন, সেই সময় থেকেই বিভিন্ন আলোচনা ও সমালোচনার শিকার হচ্ছেন। ‘রইস’ ছবিটি মুক্তির সাত বছর পরও, শাহরুখ খানের সঙ্গে তার কাজ নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, মাহিরা খান ২০১৭ সালে রাহুল ঢোলাকিয়া পরিচালিত বলিউড ছবি ‘রইস’-এ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন। ছবির প্রচারে তাদের রসায়ন দর্শকদের মনোযোগ আকর্ষণ করে, এবং পরবর্তীতে মাহিরা বারবার শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তবে, এই বিষয়টি তাকে বারবার সমালোচনার মুখে ফেলেছে। সম্প্রতি, এসব সমালোচকদের উদ্দেশ্যে তিনি পাল্টা জবাব দিয়েছেন।
মাহিরা জানান, শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার পরই তাকে প্রায়ই ওই অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়। তবে, কিছু মানুষ মনে করেন, বারবার শাহরুখের বিষয়ে কথা বলে মাহিরা আসলে প্রচারের আলোতে থাকতে চাইছেন। নেটিজেনদের এমন ধারণা থাকলেও, মাহিরা জানালেন, তিনি কখনও নিজের পক্ষ থেকে শাহরুখকে নিয়ে কথা বলেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, মাহিরা বলেন, “যখন আমাকে কেউ প্রশ্ন করে, আমি উত্তর দিই। কিন্তু অনেকেই মনে করেন, আমি নিজেই বারবার শাহরুখের কথা বলি। কিন্তু আসলে, আমি কখনও নিজে থেকে তাকে নিয়ে কথা বলি না।”
এছাড়া, অভিনেত্রী আরও বলেন, “এই ধরনের আলোচনা শুনলে আমার মনে হয়, যদি কারও সমস্যা থাকে, তাহলে আমাকে শাহরুখ সম্পর্কে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আমি কেন তার সম্পর্কে কথা বলব?”
এভাবে, মাহিরা খান তার অনুভূতি ব্যক্ত করে জানান, কখনোই নিজের প্রচারের জন্য তিনি এ ধরনের আলোচনায় অংশ নেন না, বরং তাকে প্রশ্ন করা হলে তিনি নির্দ্বিধায় উত্তর দেন।
