বিএনপি’র দাবিগুলো কী?

বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের পাল্টা-পাল্টি বক্তব্য ও সমাবেশের মধ্য দিয়ে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি।

বিএনপি’র পক্ষ থেকে সরকারের পতন কিংবা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ এমনসব দবি তুলে ধরা হচ্ছে, যেগুলো মানার সুযোগ নেই বলে আগেই নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ।

এসব দাবিতে এর আগে আন্দোলনে নেমে ব্যর্থতার ইতিহাসও রয়েছে বিএনপি’র।

বিএনপি’র দাবিগুলো কী?

বিএনপি যেসব বিভাগীয় সমাবেশ করছে সেখানে দ্রব্যমূল্য পরিস্থিতি, জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন রকম দাবি তুলে ধরা হয়েছে।

তবে সমাবেশগুলোতে মোটাদাগে ৪টি দাবি’তে কঠোর আন্দোলনের কথা বলছেন দলটির নেতারা।

সেগুলো হচ্ছে, সরকারের পতন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের সাজা মওকুফ করে দেশে ফেরানো।

দলটির নেতারা বলছেন, এসব দাবি আদায় না হলে আন্দোলন সফল হবে না।

কিন্তু আওয়ামী লীগ যখন এসব দাবি আগেই নাকচ করে দিয়েছে, তখন বিএনপি’র পক্ষ থেকে আবারো এসব দাবি তুলে ধরা নিয়ে নানা আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে।

এসব দাবি বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়েও সংশয় আছে।

বিএনপি দলীয় সংসদ সদস্য এবং দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলছেন, বিএনপি’র দাবি শতভাগ বাস্তবায়নযোগ্য।

তিনি বলেন, “যে দাবিগুলো আমরা করছি যেমন সরকারের পদত্যাগ, নতুন সরকারের অধীনে নির্বাচন যেটা তত্ত্বাবধায়ক সরকার এগুলো সবই বাস্তবায়নযোগ্য। প্রশ্ন হচ্ছে, আমরা জনগনের দাবি বা আকাঙ্খা পূরণ করতে পারবো কি-না। আমি মনে করি, সাধারণ মানুষ জেগে উঠেছে, এই দাবি পূরণ করা আমাদের জন্য কঠিন কিছু হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *