নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ডেমোক্রেটদের হাতেই

নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে এমন আশঙ্কার মাঝে নেভাদায় একটি গুরুত্বপূর্ণ আসন জিতে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ ধরে রাখল ডেমোক্রেটিক পার্টি।

ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্সাল্টকে ডেমোক্রেট সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো পরাজিত করছেন বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

মিজ মাস্টো ছয় বছর আগে মার্কিন সিনেটে নির্বাচিত হওয়া প্রথম ল্যাটিন বংশোদ্ভূত কেউ।

নেভাদার ফলাফলের অর্থ হল ডেমোক্রেটদের এখন ৫০টি সিনেট আসন থাকবে, রিপাবলিকানদের বর্তমানে ৪৯টি।

এখনও সিনেট নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে জর্জিয়া।

সেখানে কোন প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি তাই সেখানকার নিয়ম অনুযায়ী চার সপ্তাহ পর, ৬ ডিসেম্বর শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা ভোটযুদ্ধ হবে।

নেভাদার বৃহত্তম অঞ্চল ক্লার্ক কাউন্টি, যার মধ্যে লাস ভেগাসও রয়েছে, সেখানে ব্যালটের হিসেব প্রকাশ করার পরে নেভাদায় ডেমোক্রেটদের জয় নিশ্চিত হয়েছে।

স্থানীয় নেভাদা ইন্ডিপেনডেন্ট নিউজ আউটলেট অনুসারে, ক্লার্ক কাউন্টিতে গণনা করা ২৩ হাজার ব্যালটের সর্বশেষ ব্যাচে বর্তমানে ক্যাথরিন কর্টেজ মাস্টো ৬০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।

যেখানে তার প্রতিদ্বন্দ্বী অ্যাডাম ল্যাক্সাল্ট ৩৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *