আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হ-বাংলা নিউজ: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত Park Young-Sik এর নেতৃত্বে একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাষ্ট্রদূত Park Young-Sik কে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের সরকার ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে কাজ করবে এবং ভবিষ্যতে আরও ফলপ্রসূ সম্পর্ক প্রতিষ্ঠা করবে।”

এ সময়, দু’দেশের মধ্যে বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য মেঘনা নদী থেকে পানি পরিশোধন পূর্বক পানি সরবরাহ প্রকল্প, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মেঘনা নদী থেকে পানি পরিশোধন করে পানি সরবরাহ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল”-এর পানির চাহিদা পূরণ হবে। ১৫১ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের জন্য World Bank গ্রুপের সদস্য IFC ৭৫% অর্থায়ন করবে।

এ সময় উপদেষ্টা সজীব ভূঁইয়া প্রকল্পটির অংশীজনদের, যেমন বেজা, পিপিপি কর্তৃপক্ষ, ওয়াসা এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে সভা ও কর্মশালা আয়োজন করার জন্য নির্দেশনা দেন। তিনি দ্বিপাক্ষিক প্রকল্পের গতি বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানান।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *