হ-বাংলা নিউজ:
ধর্ম মন্ত্রণালয়, ভুয়া দুটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।
রোববার, ধর্ম মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগকে পাঠানো এক পত্রে জানানো হয় যে, ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ এবং ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’ নামের দুটি এজেন্সি ফেসবুক পেজ খুলে হজযাত্রী সংগ্রহের জন্য বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে সাধারণ মানুষকে প্রতারিত করছে।
পত্রে আরও বলা হয়, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ অনুসারে, একাধিক এজেন্সি একত্রিত হয়ে হজ গ্রুপ গঠন করতে পারে না। তবে, ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ এবং ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’ এই আইন ভঙ্গ করে অবৈধভাবে গ্রুপ খুলে হজযাত্রী সংগ্রহের জন্য প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করছে, হারাম শরীফ থেকে মাত্র ৭০০ মিটার দূরে হোটেলে থাকার প্রতিশ্রুতি দিয়ে ৫ লাখ ৩ হাজার টাকায় হজের ট্যুর অফার করছে, এবং ‘ফাইনাল নিবন্ধন করলেই নিশ্চিত ২০ হাজার টাকা ক্যাশব্যাক’সহ উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এছাড়া, সারাদেশে প্রতিনিধি নিয়োগ করে এসব গ্রুপের মাধ্যমে একাধিক হজ এজেন্সি গোপনে কার্যক্রম চালাচ্ছে।
ধর্ম মন্ত্রণালয় এ সম্পর্কে সতর্ক করে জানায়, এই গ্রুপের কার্যক্রম পুরোপুরি অবৈধ এবং তাদের কার্যক্রম বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এ ধরনের প্রতারণা যদি বন্ধ না হয়, তাহলে হজের নামে বড় ধরনের প্রতারণার শিকার হতে পারে সাধারণ মানুষ।
