সির সঙ্গে অল্প ভুল–বোঝাবুঝি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে তিনি ভালোভাবেই চেনেন। চিনপিংও তাঁকে চেনেন। তাঁদের মধ্যে সব সময় সোজাসাপটা আলোচনা হয়েছে। তবে তাঁদের মধ্যে অল্প ভুল–বোঝাবুঝিও রয়েছে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রে আজ রোববার বাইডেন এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় সম্পর্কে জোর দেবেন।

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা রয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে বাইডেন ও চিনপিং একে অন্যের সঙ্গে পরিচিত। তবে আগামীকাল সোমবার প্রথমবারের মতো মুখোমুখি আলোচনা হবে এই দুই নেতার।

হোয়াইট হাউসের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বলেছেন উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে প্রভাব বিস্তারের জন্য চীনের ওপর চাপ প্রয়োগ করবেন বাইডেন। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেবেন বাইডেন। দেশটি শিগগিরই সপ্তম পরমাণু পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে।

নেভাদায় ডেমোক্র্যাট নেতা ক্যাথেরিন কর্টেজ মাস্তো জয়ী হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন বাইডেন। তিনি বলেন, ‘আমি জানি আমি আরও শক্তিশালী হয়ে আসছি।’

বাইডেন আজ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও সাক্ষাৎ করবেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *