জাতীয় দলের দুই ফরম্যাট থেকে ইতোমধ্যে অবসর নেন সাকিব আল হাসান, এখন শুধুমাত্র একদিনের ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের চলমান ওয়ানডে সিরিজে সাকিবকে দলে রাখা হবে কিনা, এমন আলোচনা চলার মধ্যেই জানা গেছে নতুন তথ্য।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাকিব তার আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে তিনটি শর্ত দিয়েছেন। শর্তগুলো হলো: তার ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করা, দেশের মাটিতে খেলার নিশ্চয়তা, এবং নির্বিঘ্নে দেশে আগমন ও দেশত্যাগের গ্যারান্টি।
এখন বিসিবি এই শর্তগুলো মেনে সাকিবকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে রাখবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। তবে বিশেষজ্ঞদের মতে, সাকিবের শর্তগুলোর মধ্যে কোনোটিই বিসিবির সরাসরি এখতিয়ারভুক্ত নয়। সাকিবের ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), যা বাংলাদেশ ব্যাংকের একটি সংস্থা। বিসিবির সঙ্গে এই সংস্থার কোনো সম্পর্ক নেই।
অপরদিকে, সাকিবের বাকি দুই শর্ত, যেমন দেশের মাটিতে খেলা এবং নির্বিঘ্নে দেশত্যাগের নিশ্চয়তা, বিসিবি সরকারের কাছে অনুরোধ করতে পারে, তবে এর নিশ্চয়তা দেওয়া তাদের জন্য সম্ভব নয়। সুতরাং, এসব শর্ত মেনে নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাকিব ‘নির্বাসনে’ রয়েছেন। তিনি অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শেষ টেস্ট খেলার পরিকল্পনা করেছিলেন, তবে পরে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান।
