সাংবাদিক মুন্নি সাহা রাজধানী থেকে গ্রেফতার

হ-বাংলা নিউজ: রাজধানী থেকে সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাওরানবাজারে জনতা তাকে আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে।

বর্তমানে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে।

তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, কাওরানবাজারে একটি ভবনের নিচে মুন্নি সাহাকে দেখে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং তেজগাঁও থানায় নিয়ে যায়। পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে হেফাজতে নেয়।

মুন্নি সাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত মুন্নি সাহা ‘আজকের কাগজ’ ও ‘ভোরের কাগজ’ পত্রিকায় দীর্ঘদিন কাজ করার পর ‘একুশে টেলিভিশন’ এবং পরে ‘এটিএন বাংলা’ ও ‘এটিএন নিউজ’-এ যুক্ত হন। ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি ‘এক টাকার খবর’ নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০২৩ সালের জুলাই-আগস্টে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনকালে গুলিতে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদারের (১৭) ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামি লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্যদের পাশাপাশি পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদের নাম ছিল। মামলায় মুন্নি সাহাও আসামি হিসেবে উল্লেখ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *