হলিউড বাংলা নিউজঃ বহু প্রানের উন্মাদনায় সৃষ্টি হওয়া এক আনন্দঘন ও প্রাণোচ্ছল পরিবেশে গত ২৯শে অক্টোবর, শনিবার সন্ধায় সিটি অব রেডল্যান্ডস এর একটি হলরুমে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ারের অন্যতম জনপ্রিয় সামাজ ও জনকল্যাণ মুলক সংগঠন ইউ এস বাংলা এসোসিয়েশান এর কালচারাল নাইট।

অত্যন্ত ঝাঁকজমকপূর্ন ও বর্ণিল এই আয়োজনটি যেন পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশীদের এক মিলন মেলায়। লস এঞ্জেলস থেকে সানডিয়েগো, লংবীচ থেকে নর্থ হলিউড বিস্তৃত এইসব এলাকায় বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের স্বতস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটির সৌন্দর্য বাড়িছেছিলো বহুগুনে। রেডল্যান্ডস সিটির ভারপ্রাপ্ত মেয়র এডি টেহেডা, স্কুল ডিস্ট্রিক্টটের সুপার ভাইজার মরিসিও আরেলানো সহ নিজস্ব কমিউনিটির সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল সামাজিক সংগঠনগুলির নেতৃবৃন্দ যেন মিলিত হয়েছিলেন এক ছাতার নিচে।বিশিষ্ট জনদের মোধ্যযারা উপস্থিত ছিলেন তারা হলেন সর্ব জনাব মাসুদ রব চৌধুরী, ডাঃ রুবি হোসেন, জয়নাল আবেদিন, মুজিব সিদ্দিকী, জিয়া ইসলাম, নজরুল আলম, সাইদ আবেদ নিপু, ইসমাই হোসেন, সায়েদুল হক সেন্টু, শওকত আলম, শহিদ আলম, শহীদ আহমেদ মিঠু, মিকাইল খান,রানা হাসান মাহমুদ, মাহদি সাবিন সেলিম, মনজুর আহমেদ অপু, মোঃ রহমান রাজু, মনজুল হক শাহীন, আহসান হাবিব, জিল্লুর রহমান নিরু, রেজাউল করিম, মাকসুদা ইয়াসমিন সহ আরো অনেকেই ইউ এস বাংলা এসোসিয়েশানের সভাপতি খায়রুজ্জামান মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদের পরিচালনায় পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন কমিউনিটির জনপ্রিয় উপস্থাপিকা রশনি আলম ও খায়রা জামান।

বাংলা সংস্কৃতির প্রাণ নাচ, গান ও কবিতা আবৃত্তি ছিল অনুষ্ঠানটির মুল আকর্ষণ। জনপ্রিয় শিল্পীদের মোধ্য সংগীত পরিবেশন করেন মাহফুজা রহমান শিল্পী, মাহফুজ চৌধুরী, হাফিজুর রহমান এপোলো, মিল্টন বৈদ্য, ও সাদিয়া রহমতুল্লাহ সিমি। নতুন প্রজন্মের মোধ্য যারা সংগীত ও নাচ পরিবেশন করেন তারা হলেন তাসনুবা, হাজরা, ও হৃদি। কবিতা আবৃত্তি করেন নিজাম ইসলাম, বশির আতাহার ও আবির খান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধ্রুব মাহমুদ।

উল্লেখ্য, ইউ এস বাংলা এসোসিয়েশনের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল ২৯শে অক্টোবরের এই অনুষ্ঠান। বিদায় বেলা অতিথিদের হৃদয় নিংড়ানো ভালবাসা মাখানো প্রতিক্রিয়া আয়োজকদের সামনে এগিয়ে চলার টনিক হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি খায়রুজ্জামান মামুন।
