হলিউড বাংলা নিউজঃ জাতি হিসেবে আমেরিকানরা যে কয়টি হলিডে উদযাপন করে থাকে থ্যাংকস গিভিং ডে” হল তার মোধ্য অন্যতম। প্রতিবছর নভেম্বরের ৪র্থ সপ্তাহের বৃহস্পতিবার এই দিনটি পালন করা হয়। ঐতিহ্যগত ভাবে থ্যাংকসগিভিং এর এই বিশেষ দিনে আমেরিকানরা পরিবার পরিজন ও বিশেষ আপনজনদের নিয়ে (টার্কির বিশেষ মেন্যু সংবলিত) ডিনারের আয়োজন করে করে থাকে। আলোর নীচে যেমন অন্ধকার থাকে, তেমনি এই বিশেষ ভুড়ি ভোজন ও উৎসবের আড়ালেও একটা বিশেষ বেদনাময় অধ্যায় থেকে যায়। আর সেটা হল আমেরিকান সমাজের একটা বিশেষ অংশের বসবাস আছে যাদের সামর্থ্য হয়ে ওঠে না এই দিনটি পালন করার। শুনতে অবাক লাগলেও সত্যি যে আর্থিক অনটনের কারণে ব্যায় বহুল এই ডিনারের আয়োজন করতে না পারার সংখ্যাও কিন্তু নেহাতই কম নয়। আর এই বঞ্চিত অভাবগ্রস্তদের থ্যাংকসগিভিং ডে পালনে সহায়তা করার মহত উদ্দেশ্যে প্রতি বছরেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ারের জনপ্রিয় জন ও মানব কল্যানমুলক সংগঠন “ইউ এস বাংলা এসোসিয়েশান” পাশে দাঁড়ায়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। সমাজের হৃদয়বান মানুষের সহায়তা কামনা করে থ্যাংকগিভিং ডে কে সামনে রেখে “ফুড ড্রাইভ” এর আয়োজন করেছে। যদি কোন হৃদয়বান ব্যাক্তি এতে অংশ নিতে চান তাহলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
