হলিউড বাংলা নিউজঃ ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখা কতৃক একটি দোয়া ও আলোচনা সভার অনুষ্টিত হয় আজ ৭ই নভেম্বর রোজ সোমবার রাতে লস এন্জেলেসের অনুপমা রিয়া অডিটরিয়ামে।
ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারন সম্পাদক জনাব ওয়াহিদ রহমানের সণ্ছালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল চৌধুরী শিপলু।যুগ্ম সম্পাদক লায়েক আহমেদের কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্টান শুরু হয়।
আলোচনা সভায় ক্যালিফোর্নিয়া বিএনপির সকল স্হরের নেতৃবৃন্ধসহ বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী বিপুল সংখ্যক মানুষ উপস্হিত ছিলেন।সভায় নেতৃবৃন্ধ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবী মেনে নেওয়ার আহ্বান জানান এবং অতি সম্প্রতি জনাব তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানীমূলক গ্রেফতারী পরোয়ানা জারির তিব্র নিন্দা জানান।
সভার শেষ পর্যায়ে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ও বেগম খালেদা জিয়ার পূর্নাঙ্গ সুস্হতা কামনা করে দোয়া করা হয়।
