হলিউড বাংলা নিউজঃ অক্টোবর মাস হলো national domestic violence awareness month. Domestic violence এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে South Asian Helpline and Referral Agency (SAHARA) দক্ষিন ক্যালিফোর্নিয়ার সিটি অব আর্টেশিয়াতে আয়োজন করেছিল এক রোড মার্চের। এই রোড মার্চের লক্ষ ছিল domestic violence এর বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা। যাতে করে ভবিষ্যতে এর শিকার যারা হবেন তারা যেন এর প্রতিবাদ করা কিংবা এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সামর্থ্য হয়।
দক্ষিণ এশিয়ার আমেরিকায় বসবাসরত কিছু বিশিষ্ট নাগরিকের সমন্বয়ে গঠিত সংগঠন SAHARA. এই সংগঠনটি বহুদিন যাবত domestic violence বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দক্ষিন এশিয়ার নাগরিক যারা যুক্তরাষ্ট্রে domestic violence এর শিকার হচ্ছে তাদেরকে ব্যাপক সহায়তা করে যাচ্ছে। সাহারা এর সভাপতি বাংলাদেশী আমেরিকান নাগরিক ডাঃ রুবিনা নাজিব এর নেতৃত্বে বর্তমানে সংগঠনটিতে তাদের কার্য পরিধির আরে গতি আনতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় গত ২৯শে অক্টোবর শনিবার অনুষ্টিত হলো এই রোড মার্চ। এতে সকল অঞ্চল, ধর্ম, বর্ণের মানুষজন অংশগ্রহন করেন। বিশেষ করে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পরার মতো। domestic violence কে “নো” বলে গত শনিবারের রোড মার্চের সাথে একাত্মতা ঘোষনা করে এতে অংশ নিয়ে ছিলেন সিটি অব আর্টেশিয়ার মেয়র মালিছা রেমোসো, সিটি কাউন্সিল ম্যান আলি তাজ, সাহার’র এক্সিকিউটিভ ডিরেক্টর হিমেস লাখলামি, ভাইস প্রেসিডন্ট ডিভিয়া লোম্বা সহ আরো অনেকেই। রোডমার্চ চলাকালিন সংক্ষিপ্ত এক বক্তৃতায় সভাপতি রুবিনা নাজিব রোডমার্চে অংশগ্রহন কারি সকলকে বিশেষ ধন্যবাদ জানান এবং domestic violence এর শিকার কোন যেকোন ব্যাক্তিকে তাদের সাথে যোগাযোগ করার আহবান জানান। এবং তিনি এই বলে আশ্বাস প্রদান করেন যে domestic violence এর শিকার যেই হোন না কেন SAHARA আপনাদের পাশে দাঁড়াবে সর্বোচ্চ সহায়তা নিয়ে।
