হলিউড বাংলা নিউজঃ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস। বাংঙ্গালী জাতির জীবনে এক কলঙ্কজনক অধ্যায়। জাতীয় চার নেতাকে এদিন নির্মমভাবে কারাগারে হত্যা করা হয়। সেই থেকে আজ অবদি সময়ের পরিক্রমায় বদলেছে অনেক কিছুই, ঘটেছেও নানা ঘটনা। কিন্তু চাপা পরে যায়নি সেই বিভিষিকাময় ইতিহাস।
প্রতি বছরেই এইদিনটি জাতি স্বরণ করে শ্রদ্ধার সাথে। এবারেও এর ব্যাতিক্রম হয়নি। সকলের সাথে একাত্ম হয়ে এই সুদুর প্রবাসেও (ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে) ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের উদ্যোগে লস এঞ্জেলসের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে জেল হত্যা দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল। গত ৩রা নভেম্বর বৃহস্পতিবার সন্ধা ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া স্টেট আঃ লীগের সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম, সভাপতিত্ব করেন স্টেট আঃলীগের সভাপতি জনাব শফিকুর রহমান। এবারের জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মোস্তাইন দারা বিল্লাহ (উপদেষ্টা, ইউ এস আঃ লীগ)। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জনাব রানা হাসান মাহমুদ, জনাব নাজমুল চৌধুরী, ফিরোজ আলম সহ আরো অনেকেই।
