হলিউড বাংলা নিউজঃ অত্যন্ত বর্ণিল এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশী আমেরিকান ইঞ্জিনিয়ারদের সংগঠন AABEA এর বাৎসরিক পিকনিক। গত ৩০শে অক্টোবর রোজ রবিবার ইউরবালিন্ডা রিজিওনাল পার্কে অনুষ্ঠিত পিকনিকে সকল বাংলাদেশী আমেরিকান ইঞ্জিনিয়ার এবং তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সবাই মিলে একটি অপূর্ব সুন্দর দিন কাটিয়েছেন এই পিকনিকে।

দুপুর গড়ানোর সাথে সাথেই সবার উপস্থিতি মুহূর্তেই মুখরিত করে তুলে রিজিওনাল পার্ক প্রাঙ্গন। গান বাজনা, মজাদার খাবার, বিভিন্ন রকমের খেলাধুলায় মাতোয়ারা ছিলেন আগত অতিথিগণ। বিকেলের মিষ্টিরোদে কেউ কেউ খোশগল্পে মেতে উঠেন। AABEA সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বর্তমান নেতৃবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানান কমিউনিটির বিশিষ্ট জনেরা।

পিকনিক চলাকালিন একটি বিশেষ মুহুর্তে স্বাগত বক্তব্য রাখেন AABEA ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের বর্তমান সভাপতি দক্ষিন ক্যালিফোর্নিয়ার অত্যন্ত পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিঃ জনাব শহিদ আলম, সাধারন সম্পাদক ইঞ্জিঃ জনাব রানা হাসান মাহমুদ, ইঞ্জিঃ জনাব মিখাইল খান, ইঞ্জিঃ জনাব রইস আহমেদ, ইঞ্জিঃ জনাব জয়নাল আবেদিন, ইঞ্জিঃ জনাব শরিফুল হক সহ আরো অনেকেই। সভাপতি জনাব শহিদুল আলম পিকনিকে আসা সকল অতিথি বৃন্দকে তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়ে পিকনিক সফল করার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

