কনের সাজে অপু বিশ্বাস, ভক্তরা অবাক!

হ-বাংলা নিউজ:  হঠাৎ কনের সাজে সামনে এলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক কনের সাজে ছবি পোস্ট করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। ভক্তরা তার এই নতুন লুকে একেবারে অবাক হয়ে মন্তব্য করছেন।

ক্যাপশনে অপু লিখেছেন, “শুভ সকাল! এটা আমার নতুন লুক। আমাকে এতটা ধৈর্য্য দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ।”

অপুর কনের সাজের ছবি দেখে ভক্তরা নানা ধরনের মন্তব্য করছেন। জহির নামের একজন লিখেছেন, “তুমি এমন একজন নায়িকা, যে চলচ্চিত্রে আসার পর অনেক নায়িকার ক্যারিয়ার নড়বড়ে করে দিয়েছ।”

রিপা হক নামের একজন ভক্ত মন্তব্য করেছেন, “আমাদের প্রিয় ঢালিউড মহারানী, এককথায় অসম্ভব সুন্দর লাগছে।”

অপু বিশ্বাস তার ১৯ বছরের চলচ্চিত্রজীবনে প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে শাকিব খানের সঙ্গে জুটি হয়ে প্রায় ৮০টি সিনেমা করেছেন। ২০০৩ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক ঘটে অপু বিশ্বাসের। ছবিটি সাফল্যের মুখ দেখে এবং অপু রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। শাকিব খানের সঙ্গে তার বেশিরভাগ চলচ্চিত্রই ব্যবসায়িকভাবে সফল হয়েছে।

অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল নায়ক শাকিব খানকে বিয়ে করেন। ৯ বছর পর ২০১৭ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে অপু শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন। তাদের পুত্র আব্রাম খান জয়ের জন্ম ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায়। তবে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *